সূচকের মিশ্র প্রবণতায় বেড়েছে লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২১, ১৫:০৯
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় বেড়েছে লেনদেনের পরিমাণ। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।
অপর দিকে চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রবণতায় কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। পাশাপাশি কমেছে লেনদেনের পরিমান।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, দিন শেষে মোট লেনদেন হয়েছে এক হাজার ৪৫৮ কোটি ৬২ লাখ ৬৫ হাজার টাকা। যা আগের দিনের তুলনায় প্রায় ২শ কোটি টাকা বেশি। লেনদেনে অংশ নেয়া ৩৫৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ২০২টি এবং অপরিবর্তিত রয়েছে ৭৮টি কোম্পানির শেয়ারের দর।
সর্বশেষ গত বৃহস্পতিবার দিন শেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছিল এক হাজার ২১৩ কোটি ৪৫ লাখ ৫৮ হাজার টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর কমেছিলো বেশিরভাগ কোম্পানি ও ইউনিটের শেয়ারের দর।
রবিবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৬ কোটি ৮৪ লাখ ৪৪ হাজার ৪২০ টাকা, যা আগের দিনের তুলনায় কমেছে লেনদেনের পরিমান। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২৫৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬৮টি কোম্পানির। দর কমেছে ১৪৬টি কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেযার ও ইউনিটের দর।
জানা গেছে, রবিবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার ৮১৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৯৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ২১০ পয়েন্টে।
অপর দিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ১ পয়েন্টে। সিএসইএক্স সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ২৬২ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৩৪৪ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৯৬ পয়েন্টে। সিএসআই ০.১২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮১ পয়েন্টে।
ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এসআই/কেআর)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

দুঃস্থ ও অসহায়দের মাঝে জনতা ব্যাংকের ইফতার সামগ্রী বিতরণ

ঈদ উৎসব মাতাতে ‘ঢেউ’য়ের ওয়েস্টার্ন সংগ্রহ

৮ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন একনেকে

সিটি ব্যাংকের ২০২৩ সালের মুনাফা ৬৩৮ কোটি টাকা, বেড়েছে ৩৩%

ঈদ অফারে বিনামূল্যে মিনিস্টারের রেফ্রিজারেটর পেলেন আসাদুজ্জামান সুমন

সোনালী ব্যাংকে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনাসভা

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৭টি নতুন উপশাখার উদ্বোধন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পল্লী সঞ্চয় ব্যাংকের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে ইসলামী ব্যাংকের শ্রদ্ধা

এই বিভাগের সব খবর

শিরোনাম :