চলতি হিসাব বছরের প্রথমার্ধে ৭৮ শতাংশ ব্যবসা বেড়েছে বেক্সিমকোর

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০২১, ১৮:২৭ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২১, ২১:১৯

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

চলতি ২০২০-২১ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) বেক্সিমকো লিমিটেডের ৭৮ শতাংশ ব্যবসা বেড়েছে। এই সময়ে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ১৬৭ কোটি ৭৯ লাখ টাকা।

রবিবার বিকালে বেক্সিমকো লিমিটেডের পর্ষদ সভায় দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত প্রান্তিক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুসারে চলতি হিসাব বছরের প্রথম ছয় মাসে বেক্সিমকোর ব্যবসা দাঁড়িয়েছে ১ হাজার ৬৫৬ কোটি ৫৮ লাখ টাকা। এর আগের বছরের একই সময়ে কোম্পানিটির ব্যবসা হয়েছিল ৯৩১ কোটি ৯৯ লাখ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ব্যবসা বেড়েছে ৭২৪ কোটি ৫৯ লাখ টাকা বা ৭৮ শতাংশ।

প্রান্তিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের জুলাই-ডিসেম্বর পর‌্যন্ত বেক্সিমকো লিমিটেডের কর পরবর্তী মুনাফা হয়েছে ১৬৭ কোটি ৭৯ লাখ টাকা। আগের হিসাব বছরের প্রথমার্ধে মুনাফা ছিল ৪৭ কোটি ৬২ লাখ টাকা।

চলতি হিসাব বছরের প্রথমার্ধে বেক্সিমকোর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯২ পয়সা। এর আগের বছরের একই সময়ে ছিল ৫৪ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস বেড়েছে ২৫৫ শতাংশ।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/ডিএম)