গাইবান্ধায় চাকরি স্থায়ীকরণের দাবিতে নেসকোর পিচরেট কর্মচারীদের কর্মবিরতি

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২১, ১৯:১৬

চাকরি স্থায়ীকরণের দাবিতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) অধীনস্থ মিটার রিডার ও বিল বিতরণকারী কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করেছেন। রবিবার দুপুরে গাইবান্ধা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সামনে অস্থায়ী (পিচরেট) কর্মচারী ঐক্য পরিষদ এ কর্মবিরতি পালন করেন।

কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা পিচরেট কর্মচারী সংগঠনের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সদস্য আশিকুর রহমান রিপন, আব্দুর রহিম ও রুহুল আমিনসহ আরও অনেকে।

এসময় বক্তারা বলেন, প্রায় ১৫-২০ বছর যাবত রাজশাহী ও রংপুর বিভাগের সাত শতাধিক কর্মচারী মিটার রিডার ও বিল বিতরণকারী হিসেবে কাজ করে যাচ্ছে। কিন্তু নেসকো কোম্পানি দায়িত্ব নেয়ার পর চাকরি স্থায়ীকরণের আশ্বাস দিলেও তা না করে উল্টো প্রি-পেইড মিটার প্রতিস্থাপনের প্রক্রিয়া করায় চাকরির অনিশ্চয়তা দেখা দিয়েছে। চাকরি স্থায়ীকরণের জন্য একাধিকবার জানানো হলেও তা বাস্তবায়ন করছে না। এ অবস্থায় চাকরি স্থায়ীকরণে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা দেন বক্তারা।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :