এক ঘণ্টায় ডিএসইতে লেনদেন ৪শ কোটি টাকা

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২১, ১১:১১

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম এক ঘণ্টায় সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। এই এক ঘণ্টায় লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে ৪শ কোটি টাকা। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, লেনদেনের প্রথম এক ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসই এক্স ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৮১৯ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক কিছুটা কমে অবস্থান করছে এক হাজার ২৯৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ২১৩ পয়েন্টে।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩১৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০৯টি কোম্পানির। দর কমেছে ১১৮টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৯২টি কোম্পানির দর।

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সবগুলো সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। সোমবার সিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৩০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩৩টি কোম্পানির। দর কমছে ৭২টি কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির। এক ঘণ্টায় সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৪ কোটি ৭১ লাখ ৭৩ হাজার টাকা।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/এসআই/কেআর)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :