চট্টগ্রামে রানের রেকর্ড তামিমের

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২১, ১২:১৬ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২১, ১৩:৫৩

খেলা ডেস্ক, ঢাকাটাইমস

 

সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচে টস হেরে ব্যাট করছে টাইগাররা। ব্যাট করতে নেমে ইতোমধ্যেই রেকর্ড গড়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। ওয়ানডেতে প্রথম ব্যাটসম্যান হিসেবে জহুরুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫০০ রান করার মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

এই ম্যাচে মাত্র ৩ রান দরকার ছিল টাইগার ড্যাশিং ওপেনারের। আর সেটা পূর্ণ করেছেন শুরুতেই। আউট হওয়ার পূর্বে করেছেন ৬৪ রান।  এই ভেন্যুতে এখন পর্যন্ত ১৫টি ওয়ানডে খেলে ৫৬১ করেছেন তামিম। এই ভেন্যুতে তামিমের পরেই আছেন ইমরুল কায়েস। ৯টি ওয়ানডেতে তিনি করেছেন ৪২৬ রান।

ওয়ানডেতে তামিমই বর্তমানে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহকারী। ২১০টি ওয়ানডেতে তার রান সংখ্যা ৭ হাজার ৩৬০। এই ফরম্যাটে তার ১৩টি সেঞ্চুরি ও ৪৯টি হাফ সেঞ্চুরি রয়েছে।

 

ঢাকাটাইমস/২৫জানুয়ারি/ এমএম