ময়মনসিংহে বাকপ্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণ, ভগ্নিপতির স্বীকারোক্তি

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২১, ১২:৫০

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের কথা আদালতে স্বীকার করেছেন তার ভগ্নিপতি আল আমিন। গত রবিবার বিকালে আল আমিনকে ময়মনসিংহের চার নম্বর আমালী আদালতের বিচারক মাহবুবা আক্তারের আদালতে হাজির করা হয়।

সেখানে আল আমিন স্বীকারোক্তিমূলক জবাবন্দি দিয়েছেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ধর্ষণ মামলার তদন্ত কর্মকর্তা ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রওশন আলী।

এর আগে গত ৯ জানুয়ারি এ ধর্ষণের ঘটনা ঘটে।

জানা গেছে, ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের দক্ষিণ নাওরী গ্রামের আল আমিন পেশায় একজন রিকশাচালক। প্রায় ৬ বছর আগে বিয়ে করেন তিনি। পরে তার মারধরে সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান তার স্ত্রী। তবে বিভিন্ন কাজে শ্যালিকা তার বাড়িতে মাঝে মাঝে যেতেন। একইভাবে গত ৯ জানুয়ারি আল আমিনের বাড়িতে তার শ্যালিকা আসে। এসময় তাকে ধর্ষণ করে আল আমিন। তখন স্থানীয়রা সালিশের মাধ্যমে শাস্তি হিসেবে কানধরে উঠবস, জুতাপেটা ও অর্থদণ্ড দেয়া হয় আল আমিনকে।

এমন খবরে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ১১ জানুয়ারি ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ওইদিনই ভুক্তভোগীর মা একটি মামলা করেন। পরে ভুক্তভোগীকে আদালতে জবানবন্দির জন্য পাঠানো হয়। এসময় মুখ ও বধির একজন শিক্ষকের মাধ্যমে জবানবন্দিতে উঠে আসে ধর্ষণের বিষয়টি।

এদিকে, এ ঘটনার পরপর এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত আল আমিন। পরে ২৩ জানুয়ারি রাতে প্রযুক্তির সহায়তায় ঢাকার হাতিরঝিল এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :