চার ফিফটিতে টাইগারদের সংগ্রহ ২৯৭ রান

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২১, ১৫:২২ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২১, ১৬:২১

খেলা ডেস্ক, ঢাকাটাইমস

 

আগের দুই ম্যাচে শুধু বাংলাদেশের নয়, দুই দলের ক্রিকেটারদের মধ্যে একমাত্র ফিফটি ছিল তামিম ইকবালের। আর সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে টাইগারদের ইনিংসেই আসল চারটি অর্ধশত রানের ইনিংস। তামিম-সাকিব-মুশফিক-মাহমুদউল্লাহদের ব্যাটিংয়ের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৯৭ রানের বিশাল স্কোর সংগ্রহ করে স্বাগতিকরা। ফলে জয়ের জন্য উইন্ডিজ দলকে করতে হবে ২৯৮ রান।

ম্যাচের শুরুতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। শূন্যরানেই সাজঘরে ফেরেন ওপেনার লিটন দাস। দ্বিতীয় উইকেটে খেলতে নামা নাজমুল হোসেন শান্ত ক্রিজে কিছুক্ষণ দাপুটে ব্যাটিং করেছেন। তবে ইনিংস বড় করা হয়নি। ৩০ বলে ২০ রান করে আউট হন তিনি।

এরপর তৃতীয় উইকেট পার্টনারশিপে তামিম-সাকিবের ব্যাটে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। সেই সঙ্গে বড় সংগ্রহের দিকে এগোতে থাকে। দুজন মিলে করেন ৯৩ রান। অধিনায়ক তামিম ফেরেন ৬৪ রানে। আর আউট হওয়ার পূর্বে সাকিব করেন ৫১ রান। এরপর একে একে নিজের হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিক আউট হন ৬৪ রানে। আর মাহমুদউল্লাহ অপরাজিত থাকেন ৬৪ রান করে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন আজহারি যোসেফ এবং রেইমন রেইফার। আর কাইল মায়ার্স নেন একটি উইকেট।

ঢাকাটাইমস/২৫জানুয়ারি/ এমএম