সন্ত্রাসী দিয়ে এই নির্বাচন হবে: চসিক মেয়র প্রার্থী শাহাদাত

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ১৬:২৪ | প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২১, ১৬:২২

চট্টগ্রাম সিটি করপোরেশনে নির্বাচনের কোনো পরিবেশ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন। প্রচারণার শেষ দিনে সোমবার সকাল সাড়ে ১০টায় এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি জানান, বিএনপির এক হাজার জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। গ্রেপ্তার হয়েছে ৪০ জন।

তিনি বলেন, ‘এমনকি মিথ্যা মামলা থেকে বাদ যাচ্ছে না নারী এবং শিশুরাও।’

সংবাদ সম্মেলনে তিনি শাহাদাত হোসেন নিরাপরাধীদের ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে বলেন, ‘প্রশাসন নির্লিপ্ত ভূমিকা পালন করছে। নির্বাচন উশৃঙ্খলা ও বিশৃঙ্খলার দিকে যাচ্ছে।’

এসময় উপস্হিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্করসহ নেতারা।

আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মেয়র প্রার্থী ছাড়াও ৪১ জন কাউন্সিলর ও ১৪ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :