ভৈরবে ৬৩টি ট্রেনের টিকেটসহ কালোবাজারি আটক

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ১৮:০৭ | প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২১, ১৭:০৮

ভৈরবে জহিরুল ইসলাম নামে এক টিকেট কালোবাজারিকে আটক করেছে র‌্যাব। রবিবার রাত সাড়ে নয়টায় ভৈরব বাজার রেল জংশন এলাকা থেকে বিভিন্ন ট্রেনের ৬৩টি টিকেটসহ তাকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প।

আটক জহিরুল ইসলাম ভৈরব পৌর শহরের জগন্নাথপুর এলাকার বাসিন্দা।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদে জানতে পারে যে, ভৈরব রেল জংশনে বিভিন্ন ট্রেনের টিকেট কালোবাজারির মাধ্যমে অতিরিক্ত মূল্যে বিক্রয় করছে। তারই সূত্র ধরে আভিযানিক দলটি রেলওয়ে জংশনের প্লাটফরমের উপর ১ নং ফটকের সামনে অভিযান চালিয়ে ওই কালোবাজারিকে টিকেটসহ আটক করে। এসময় তার থেকে বিভিন্ন ট্রেনের ৬৩টি টিকেট উদ্ধার করা হয়।

ভৈরব র‌্যাবের কোম্পানি কমান্ডার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন যাবত জংশনে বিভিন্ন ট্রেনের টিকেট অতিরিক্ত মূল্যে বিক্রয় করে আসছে বলে স্বীকার করেছেন। উদ্ধার ট্রেনের টিকেট এবং গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ মোতাবেক আইনে ভৈরব থানায় মামলা হয়েছে বলেও তিনি জানান।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :