অস্বাস্থ্যকর পরিবেশ, কক্সবাজারে তিন রেস্টুরেন্টকে জরিমানা

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ১৭:৫৯ | প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২১, ১৭:৩৫

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং খাদ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অভিযোগে কক্সবাজার শহরে তিনটি রেস্টুরেন্টকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম সাদিয়া সুলতানা এই জরিমানা করেন।

জরিমানাপ্রাপ্ত রেস্টুরেন্টগুলোর মধ্যে হলিড়ে মোডের নবান্ন রেস্তোরাঁকে ১০ হাজার টাকা, কাঁচা লংকা রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা এবং সুগন্ধা পয়েন্ট এলাকার আইবিচ রেস্তোরাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় মাস্ক ছাড়া রাস্তায় চলাচলকারী জনগণকে মাস্ক পরতে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

আনসার বাহিনীর সহযোগিতায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় বলে জানান নির্বাহী হাকিম সাদিয়া সুলতানা।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :