স্বাস্থ্যবিধি মেনে সব মাদ্রাসা খোলার প্রস্তুতির নির্দেশ

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২১, ১৭:৩৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইম

করোনার প্রভাবে বন্ধ থাকা দেশের সব মাদ্রাসা স্বাস্থ্যবিধি মেনে পুনরায় খোলার প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

সোমবার অধিদপ্তরের ওয়েবসাইটে এই নির্দেশনা প্রকাশ করা হয়। পাশাপাশি এটি দেশের সব দাখিল, আলিম, ফাজিল, কামিল ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সামাজিক দূরত্ব বজায় রাখতে পাঁচ ফুটের কম দৈর্ঘ্যের প্রতি বেঞ্চে একজন করে শিক্ষার্থী বসতে পারবে। পাঁচ ফুটের বেশি দৈর্ঘ্যের বেঞ্চে দুজন শিক্ষার্থী বসার ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষার্থীদের জন্য আনন্দঘন ও নিরাপদ শিখন কার্যক্রম পরিচালনা করতে হবে মাদ্রাসাগুলোকে।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রকোপ থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে কওমি ছাড়া দেশের সব মাদ্রাসা বন্ধ রয়েছে।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/টিএটি/জেবি)