ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছে বাংলাদেশ

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২১, ১৭:৪৪ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২১, ১৯:২৪

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

একের পর এক উইকেট শিকার করে ওয়েস্ট ইন্ডিজ দলকে চেপে ধরেছে টাইগাররা। সোমবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশের দেয়া ২৯৮ রানের জয়ের টার্গেটে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যারিবীয়দের সংগ্রহ ৪৩.৪ ওভারে ৯ উইকেটে ১৭৫ রান।

ইনিংসের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনারকে সাজঘরে পাঠায় বাংলাদেশ। দুইটি উইকেটই নেন মোস্তাফিজুর রহমান। ইনিংসের দ্বিতীয় ওভারে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফিরেন জর্ন ওটলি। ৮ বলে ১ রান করেন তিনি। ষষ্ঠ ওভারে এলবিডব্লিউ হন সুনিল আমব্রিস। ১৪ বলে ১৩ রান করেন তিনি।

১৩তম ওভারে কাইল মায়ার্সকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেরেন মেহেদী হাসান মিরাজ। সফরকারীদের দলীয় রান যখন ৭৯ তখন ক্যারিবিয়ান অধিনায়ক জেসন মোহাম্মদকে ফেরান মোহাম্মদ সাইফউদ্দিন। ৩৬ বলে ১৭ রান করে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হন তিনি। ২৬তম ওভারে নিজের দ্বিতীয় শিকার করেন সাইফউদ্দিন। বোনারকে বোল্ড করে প্যাভিলিয়নের পথ ধরান তিনি। ৬৬ বলে ৩১ রান করেছেন বোনার।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের পক্ষে চারজন ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি করেন। তামিম ইকবাল ৬৪, মুশফিকুর রহিম ৬৪ ও মাহমুদউল্লাহ রিয়াদ ৬৪ রান করেন। ৫১ রান করেন সাকিব আল হাসান।

সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে ও দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। টাইগাররা যদি এই ম্যাচে জিততে পারে তাহলে হোয়াইটওয়াশ হবে ওয়েস্ট ইন্ডিজ।

(ঢাকাটাইমস/২৫ জানুয়ারি/এসইউএল)