তৃতীয় লিঙ্গের দুই উদ্যোক্তাকে রূপচর্চাকেন্দ্র গড়ে দিলেন ডিসি

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২১, ১৯:১৫

নরসিংদীর মাধবদীতে তৃতীয় লিঙ্গদের জীবনমান উন্নয়নে দুই উদ্যোক্তা রত্না ও মীমকে ‘ত্রিনয়ন রূপশিল্প’ নামে একটি ব্যতিক্রমধর্মী রূপচর্চাকেন্দ্র গড়ে দিয়েছেন নরসিংদী জেলা প্রশাসক। সোমবার বেলা সাড়ে এগারোটায় মাধবদী বাজার বড় মসজিদ রোডের ইসলাম প্লাজায় প্রতিষ্ঠিত রূপচর্চাকেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিসি সৈয়দা ফারহানা কাউনাইন।

মাধবদী থানা প্রেসক্লাবের উদ্যোগে এবং নরসিংদী জেলা প্রশাসনের অর্থায়নে রূপচর্চাকেন্দ্রটির উদ্বোধন শেষে দোয়া করা হয়। এসময় দুই উদ্যোক্তার সঙ্গে কুশল বিনিময় করেন ডিসি।

পরে মাধবদী পৌরসভার হলরুমে তৃতীয় লিঙ্গদের জীবনমান উন্নয়নে কর্মমূখী প্রকল্পে অন্তর্ভূক্তকরণের নিমিত্তে স্থাপিত পার্লার ‘ত্রিনয়ন রূপচর্চা’ এর উদ্বোধনীর সংবাদ সম্মেলন করেন জেলা প্রশাসক।

সংবাদ সম্মেলনে সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, ‘তৃতীয় লিঙ্গের উদ্যোক্তাদের জন্য সরকারী অর্থায়নে প্রতিষ্ঠিত এটিই প্রথম বিউটি পার্লার। নরসিংদীতে সর্বমোট ২০২ জন হিজড়া রয়েছে।পর্যায়ক্রমে সকলকেই প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের আওতায় আনা হবে।’

তিনি সমাজের অবহেলিত হিজড়া সম্প্রদায়ের লোকজনদের মানুষ বিবেচনায় সার্বিক সহযোগিতা করার জন্য সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার, নরসিংদী সদরের সহকারী কমিশনার (ভূমি) শাহ্ আলম মিয়া, নরসিংদী জেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি একে ফজলুল হক, সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ'র প্রেসিডেন্ট আলী হোসেন শিশির, রমনী গ্রুপের চেয়ারম্যান নিজামুদ্দীন ভুঁইয়া লিটন সিআইপি, নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোতালিব পাঠান, মাধবদী থানা প্রেসক্লাবের সভাপতি আল-আমিন সরকার, সাধারণ সম্পাদক খন্দকার শাহিন, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন ভূঁইয়া বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা বেগম, নরসিংদী জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তা, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও মাধবদী থানা প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দসহ সাংবাদিকরা।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :