ব্যাটিংয়ে সেরা তামিম, বোলিংয়ে মিরাজ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২১, ২০:১২

শেষ হলো বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হলো ওয়েস্ট ইন্ডিজ। সোমবার সিরিজের শেষ ম্যাচে ক্যারিবীয়দের ১২০ রানে হারিয়েছে টাইগাররা। এর আগে প্রথম ম্যাচে ৬ উইকেটে ও দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতেছিল বাংলাদেশ।

এই সিরিজের সেরা ব্যাটসম্যান টাইগার অধিনায়ক তামিম ইকবাল। তিন ম্যাচে ৫২.৬৬ গড়ে ১৫৮ রান করেছেন তিনি। তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচে হাফ সেঞ্চুরি করেন তামিম। ১১৬ রান করে দ্বিতীয় অবস্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের রভম্যান পাওয়েল। ১১৩ রান করে তৃতীয় অবস্থানে আছেন সাকিব আল হাসান।

বোলিংয়ে শীর্ষে আছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। তিন ম্যাচে ১০.২৮ গড়ে ৭টি উইকেট শিকার করেছেন তিনি। ৬ উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন সাকিব আল হাসান। ৬ উইকেট নিয়ে তৃতীয় অবস্থানে মোস্তাফিজুর রহমান।

সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। পরে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে ৪৪.২ ওভারে ১৭৭ রান করে অলআউট হয়ে যায়।

(ঢাকাটাইমস/২৫ জানুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :