১৩ দিন পর রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে চলল যান

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২১, ২০:৫৫

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস

একটি বেইলি ব্রিজ ভেঙে ১৩ দিন বন্ধ থাকার পর রাঙামাটি-খাগড়াছড়ি-নানিয়ারচর রুটে যানবাহন চলাচল শুরু হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত বিকল্প সড়ক দিয়ে সোমবার থেকে যানবাহন চলাচল শুরু হয়।

রাঙামাটিতে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. শাহ আরেফিন জানান, দুর্ঘটনায় কুতুকছড়ি বেইলি ব্রিজ ভেঙে যাওয়ায় গত কয়েক দিন যানবাহন চলাচল বন্ধ ছিল। দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ব্রিগেডের ২০ ইঞ্জিনিয়ার ব্যাটেলিয়ান বিকল্প হিসেবে ১৪০ ফুট দীর্ঘ আরেকটি বেইলি ব্রিজসহ ২৪০ মিটার সংযোগ সড়ক নির্মাণ করেছে। ফলে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়েছে।

নির্বাহী প্রকৌশলী জানান, এখন থেকে পাঁচ টনের অধিক মালামাল নিয়ে কোনো যানবাহন এ পথে যাতায়াত করতে পারবে না।

গত ১২ জানুয়ারি অতিরিক্ত পাথর বোঝাই একটি ট্রাক কুতুকছড়ি বাজার সংলগ্ন বেইলি ব্রিজ পার হতে গেলে ব্রিজ ভেঙে ঘটনাস্থনে তিনজন নিহত হন। এরপর থেকে ওই সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/জেবি)