বিলে রাষ্ট্রপতির সম্মতি, এইচএসসির ফল শিগগির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ২১:৪৯ | প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২১, ২১:৪২
ফাইল ছবি

পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করতে সংসদে পাস হওয়া তিনটি বিলে সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর মধ্য দিয়ে ফলাফল প্রকাশে সব বাধা কেটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সোমবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনটি বিলে রাষ্ট্রপতির সম্মতি দেয়ার বিষয়টি জানানো হয়।

বিল তিনটি হচ্ছে, ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (সংশোধন) বিল, ২০২১, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল, ২০২১ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (সংশোধন) বিল, ২০২১।

বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়া মাধ্যমিক (এসএসসি), উচ্চমাধ্যমিক (এইচএসএসি) ও সমমান পাসের সনদ দেয়ার সুযোগ সংশ্লিষ্ট তিনটি আইনের সংশোধনী সম্প্রতি জাতীয় সংসদে তোলা হয়। রবিবার সংসদে তিনটি আইন পাস হয়। রাষ্ট্রপতির সম্মতি থাকায় করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়া ২০২০ সালের এইচএসসি ও সমমানের ফলাফল ঘোষণা এবং পাসের সনদ দেয়ার ক্ষেত্রে আইনি কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির সম্মতির পর এবার সংসদে পাস হওয়া বিলগুলো আইন হিসেবে গেজেট করবে সরকার। আর গেজেট প্রকাশ হলেই ফল ঘোষণার তারিখ চূড়ান্ত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন শিক্ষার্থীর ২০২০ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষা দেয়ার কথা ছিল। ২০২০ সালের ১ এপ্রিল থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইসের সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। বছরের শেষ পর্যন্ত পরীক্ষা নিতে না পারায় এসব শিক্ষার্থীর জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে এইচএসসির মূল্যায়ন করার সিদ্ধান্ত হয়।

তবে আইনি জটিলতা থাকায় ফলাফল প্রকাশে বিলম্ব হচ্ছে। এবার তিনটি বিলে রাষ্ট্রপতির সম্মতি পাওয়ায় শিগগির ফলাফল প্রকাশ হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

দাবি না মানায় সাত দিনের ক্লাস বর্জন কুবি শিক্ষক সমিতির

বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

নতুন রূপে সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রিয় লাইব্রেরি

জাপানের সুমিতমো করপোরেশন বৃত্তি পেলেন ঢাবির ৪০ শিক্ষার্থী

অবন্তিকার আত্মহত্যায় জড়িতদের শাস্তির দাবিতে জবিতে মানববন্ধন 

শাবিপ্রবিতে রমজানে খাবার নিয়ে ‘মিল বিপাকে’ ফজিলাতুন্নেসা হলের শিক্ষার্থীরা

ববিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে পচাবাসি খাবার পরিবেশন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

জাবির নতুন প্রক্টর হওয়ার দৌড়ে যারা এগিয়ে

বঙ্গবন্ধুর জন্মদিনে কুবিতে বঙ্গবন্ধু লার্নিং হাব উদ্বোধন

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে হাবিপ্রবি ছাত্রলীগের ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

এই বিভাগের সব খবর

শিরোনাম :