ওয়ানডেতে ক্যারিবীয়দের দ্বিতীয়বার হোয়াইটওয়াশ বাংলাদেশের

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২১, ১২:৪৩

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গতকাল (সোমবার) ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এই দিয়ে ওয়ানডেতে ক্যারিবীয়দের দ্বিতীয়বার হোয়াইটওয়াশ করল টাইগাররা। এর আগে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে তাদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ দল।

সোমবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১২০ রানে হারায় টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে ও দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ।

এদিন বাংলাদেশের দেয়া ২৯৮ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ওভারে ৪৪.২ ওভারে ১৭৭ রান করে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন রভম্যান পাওয়েল।

বাংলাদেশের বোলারদের মধ্যে মোহাম্মদ সাইফউদ্দিন ৩টি, মোস্তাফিজুর রহমান ২টি, মেহেদী হাসান মিরাজ ২টি, তাসকিন আহমেদ ১টি ও সৌম্য সরকার ১টি করে উইকেট শিকার করেন।  

(ঢাকাটাইমস/২৬ জানুয়ারি/এসইউএল)