ভারতের প্রজাতন্ত্র দিবসে বিজিবি-বিএসএফের শুভেচ্ছা বিনিময়

হিলি (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২১, ১৮:২৫

ভারতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মধ্যে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার তবিবুর রহমান বিএসএফ ক্যাম্প কমান্ডার আব্দুল খানকে মিষ্টি তুলে দেন।

তারা কুশল বিনিময়ও করেন। এসময় উভয় বাহিনীর সৈনিকরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে ভারতীয় ইমিগ্রেশন চেক পোস্টের পক্ষ থেকে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানায়।

সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে, দুই বাহিনী যেন সুষ্ঠু-সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে, এজন্য দুদেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় অনুষ্ঠানগুলিতে তারা মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকে। দীর্ঘদিন ধরে হিলি সীমান্তে দুই বাহিনীর মাঝে এ ধরনের রেওয়াজ চলে আসছে।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :