রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা অজয় ঘোষের শেষকৃত্য সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক,সুনামগঞ্জ
 | প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২১, ১৮:৫৬

রাষ্ট্রীয় মর্যাদায় সুনামগঞ্জের ছাতকে পৌর বীর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ও আওয়ামী লীগ নেতা অজয় ঘোষের অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছে। সোমবার সকালে শহরের মণ্ডলীভোগস্থ ঘোষবাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে পারিবারিক শ্মশান ঘাটে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

এসময় তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রহমান।

বীর মুক্তিযোদ্ধা অজয় ঘোষের আকস্মিক মৃত্যুতে শহরে শোকের ছায়া নেমে আসে। এ বীর মুক্তিযোদ্ধাকে পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর পক্ষে পৌর পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিরা ফুল ও ফুলের তোড়া দিয়ে শেষ শ্রদ্ধা জানান।

এর আগে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অজয় ঘোষ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী,এক পুত্র,দুই কন্যা,নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।

রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে উপস্থিত ছিলেন- ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন,ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল, পৌর সচিব খান মোহাম্মদ ফারাবী, পৌর কাউন্সিলর তাপস চৌধুরী, দিলোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার স্বরাজ কুমার দাস, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক তপন তরফদার, আওয়ামী লীগ নেতা হাজী আবুল হায়াত, এমাদুল হক এবাদ, আওয়ামী লীগ নেত্রী শিখা দে, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, আলকাছ আলী, আমির আলী বাদশা,কেতকী রঞ্জন চৌধুরী, শাহজাহান মিয়া, লাল মিয়া, রিয়াজ উদ্দিন, আজাদ মিয়া, কানাই লাল দাস, নুরুল হক, হান্নান মিয়া, তাজ উদ্দিন,পৌর কর্মকর্তা জামাল উদ্দিন, শহীদুল হক মৌল্লাসহ স্থানীয়রা।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :