তাক লাগানো বঙ্গবন্ধু মেডিকেলের টিকাদান কেন্দ্র

বোরহান উদ্দিন, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২১, ২০:৫৮

সচরাচর হাসপাতাল বা টিকাদান কেন্দ্রের যে চিত্র এরসঙ্গে মেলানো যাবে না বঙ্গবন্ধু মেডিকেলের করোনার টিকাদান কেন্দ্রকে। পাঁচতারকা হোটেল ইন্টার কন্টিনেন্টালের ঠিক উল্টো দিকের অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত হাসপাতালটির কনভেনশন সেন্টারে প্রস্তুত করা হয়েছে টিকাদান কেন্দ্রটি। ভবনটিতে প্রবেশের পর যে কেউ চোখকে বিশ্বাস করাতে পারবেন না-এটা কোনো টিকাদান কেন্দ্র!

মঙ্গলবার বিকালে সরেজমিন ঘুরে দেখা যায়, বেশ কয়েকজন আনসার সদস্য মূল ফটকে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। পরিচয় নিশ্চিত হয়ে ভেতরে ঢুকতে দিলেন তারা। ভেতরে দেখা গেল, সামনের দিকে রয়েছে অনেকগুলো উন্নতমানের সোফা। পাশে সারি সারি চেয়ার। পশ্চিম দিকে মুখ করে চেয়ার বা সোফায় বসলে সামনে কৃত্রিম লেকের পানিতে চোখ আটকে যাবে যে কারো। লেকের ভেতরে শোভা পাচ্ছে মানিপ্ল্যান্ট গাছ।

একটু সামনে গেলে দেখা যাবে প্লাস্টিকের বোর্ড দিয়ে অস্থায়ীভাবে নির্মিত করোনার টিকা দেয়ার বুথ। প্রত্যেকটিতে পাঁচটি করে চেয়ার দিয়ে টেবিলের একপাশে টিকাদান কর্মী ও অন্যপাশে টিকা গ্রহণকারীর মুখোমুখি বসার ব্যবস্থা করা হয়েছে। এমন আটটি বুথ রয়েছে এখানে। টিকা রাখার জন্য নতুন ফ্রিজও দেখা গেছে বুথের পাশে।

বুথগুলোর পশ্চিম পাশে দুটি রুমে সোফা এবং চেয়ার সাজানো। যেখানে টিকা নেয়ার পর ৩০ মিনিট চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে সবাইকে। নির্ধারিত সময় পর সুস্থবোধ করলে ছাড়তে পারবেন টিকাদান কেন্দ্র।

এদিকে টিকা নেয়ার পর কোনো পার্শপ্রতিক্রিয়া দেখা দিলে তাদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে আলাদা আটটি বেড। নতুন করে সাজানো এসব বেডে শোভা পাচ্ছে নতুন বিছানার চাদর-বালিশ। প্রত্যেক বেডের পাশেই রয়েছে একটি করে অক্সিজেন সিলিন্ডার। একদিকে টেবিল চেয়ার রাখা হয়েছে চিকিৎসকদের বসার জন্য। যাতে কেউ অসুস্থ বোধ করলে দ্রুত চিকিৎসা দেয়া সম্ভব হয়।

বঙ্গবন্ধু মেডিকেলের আনসারের প্লাটুন কমান্ডার শাহীন সরকার ঢাকাটাইমসকে বলেন, ‘সুষ্ঠুভাবে যাতে টিকা দেয়া যায় সেজন্য কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সব ব্যবস্থা করা হয়েছে। এখানে যাতে সবকিছু ঠিকঠাক সম্পন্ন হয় সেজন্য আমাদের সদস্যরা সার্বক্ষণিক কাজ করছেন। আশা করি যারা এখানে আসবেন সার্বিক পরিবেশে তারা সন্তোষ প্রকাশ করবেন।’

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

দেশে নতুন করে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা, ঢাকা কতটা ঝুঁকিতে?

বিশ্ব ম্যালেরিয়া দিবস: জানুন মশাবাহিত এ রোগ প্রতিরোধের উপায়

গরমে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

কণ্ঠের সব চিকিৎসা দেশেই রয়েছে, বিদেশে যাওয়ার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য 

এপ্রিল থেকেই ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরু, মার্চের মধ্যে টিকা নেওয়ার সুপারিশ গবেষকদের

স্বাস্থ্য খাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী

ভাতা বাড়লো ইন্টার্ন চিকিৎসকদের

বিএসএমএমইউ বহির্বিভাগ ৪ দিন বন্ধ, খোলা থাকবে ইনডোর ও জরুরি বিভাগ

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কাজ করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :