ব্রিটেনে করোনায় মৃত্যু লাখ ছাড়াল

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২১, ০৮:৩৪

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাস সংক্রমণের হার ফের মারাত্মক হারে বেড়েছে ব্রিটেনে। নতুন করে করোনার প্রকোপ সামলাতে হিমশিম খাচ্ছে দেশটি। ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজারের বেশি মানুষ। একই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৬৩১ জনের।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে ব্রিটেন। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬ লাখ ৮৯ হাজার ৭৪৬ জন, মৃত্যু হয়েছে এক লাখ ১৬২ জনের। করোনা থেকে সেরে উঠেছেন ১৬ লাখ ৬২ হাজার ৪৮৪ জন।

প্রাণঘাতী ভাইরাসটির থাবায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৬০ লাখ ১১ হাজার ২২২ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৪ লাখ ৩৫ হাজার ৪৫২ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৬ লাখ ৯০ হাজার ২৭৯ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৩ হাজার ৭৫১ জন।

বুধবার সকাল নাগাদ বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১০ কোটি ৮ লাখ ২২ হাজার ৪০১ জন। একই সময় নাগাদ বিশ্বে করোনায় মোট মারা গেছেন ২১ লাখ ৬৬ হাজার ৯৫০ জন।করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৭ কোটি ২৮ লাখ ৩৯ হাজার ৯১৯ জন।

ঢাকা টাইমস/২৭জানুয়ারি/একে