চাপ আর চাপানো চর্চার কড়চা

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২১, ১১:১৯

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া

 

চাপে আর চাপানোতে দেশ উন্মত্ত,

মিথ্যার হিমাচল চেপে রাখে সত্য।

সুনীতির টুটি চেপে দুর্নীতি ধরছে,

অন্তরে ক্ষোভ চেপে অনাহারী মরছে।

ফাইল চাপা পড়ে থাকে সরকারি তথ্য,

ডাক্তার চেপে রাখে ঔষধ-পথ্য।

সম্পদ চাপা থাকে মাটি চাপা খনিতে,

বিক্ষোভ চাপা থাকে আশ্বাস ধ্বনিতে।

বাস্তব চাপা পড়ে রহস্য কাফনে,

উল্লাস চাপা থাকে ভূখা দিন যাপনে।

ইহ সুখ চাপা থাকে ভজনের গীতিতে,

নীতিজ্ঞান চাপা থাকে স্বজনের প্রীতিতে।

গাড়িচাপা পড়ে মরে পথচারী নিত্য,

সবলের চাপে কাঁপে দুর্বল চিত্ত।

একচাপা সিল চেপে ভোটে জিতে মাস্তান,

বসদের চাপে শুধু অধীনেরা পস্তান।

কল্পনা রথে চেপে রাজা ওড়ে শূন্যে,

কুকীর্তি চাপা যায় টংকার পুণ্যে।

ঠুলি-চাপা পড়ে থাকে জ্ঞান শুভদৃষ্টি,

লঘুচাপে চাপে শুধু শিলা ঝড় বৃষ্টি।

বুকে চাপা ব্যথা জাগে খুন ঝরা ফাগুনে,

চিত্তের চিতা জ্বলে ছাই চাপা আগুনে।

চাপাবাজ চেপে রাখে গর্হিত কর্ম,

ঋণে চেপে দাতা তোলে গ্রহিতার চর্ম।

চাটুকার চেপে রাখে হুজুরের মন্দ,

টাকা দিয়ে চাপা যায় কুকাজের গন্ধ।

চেতনাকে চেপে রাখে ভিনদেশি কৃষ্টি,

অনুচিত চাপে হয় অনাচার সৃষ্টি।

সাম্যের মতবাদ চেপে রাখে যুক্তি,

পূঁজিবাদ চেপে রাখে আর্থিক মুক্তি।

 চাপ আর চাপানোই হর্দম চাপছে,

সৃষ্টির ব্যথাচাপে উদ্যম কাঁপছে।