পরিচালক সমিতির নির্বাচন ২ এপ্রিল

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২১, ১৩:৪৯

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

চলচ্চিত্র পরিচালকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০১৯-২০ সালের কমিটির মেয়াদ শেষ হয়েছে গত ২৫ ডিসেম্বর। নিয়ম অনুযায়ী ডিসেম্বরের শেষ শুক্রবার অর্থাৎ ২৫ ডিসেম্বর সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু করোনা সংক্রমণের কারণে তা সম্ভব হয়নি।

জানা গেছে, আগামী ২ এপ্রিল এই সংগঠনটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্প্রতি পরিচালক সমিতির কার্যনিবার্হী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক অর্পব রানা।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন প্রবীণ চলচ্চিত্র পরিচালক আব্দুল লতিফ বাচ্চু। নির্বাচন কমিশনারের দায়িত্ব পাচ্ছেন আ স ম শফিকুর রহমান ও ডি এইচ নিশান।

এবারের নির্বাচনে চারটি প্যানেলের কথা শোনা যাচ্ছে। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়া হয়নি। তবে নির্বাচনের তারিখ ঘোষণায় এখন থেকেই বেশ চাঙ্গা হয়ে উঠছে এফডিসিপাড়া।

ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এএইচ