প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার লক্ষ্য নিয়ে ‘নতুন চাকরিতে পম্পেও’

আন্তর্জাতিক ডেস্ক
 | প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২১, ১৩:৫৭

নতুন চাকরিতে যোগ দিয়েছেন সদ্য সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ওয়াশিংটন ডিসির কনজারভেটিভ থিংক ট্যাঙ্কে যোগদান করেছেন তিনি। এটি এমন একটি পদক্ষেপ যা তাকে সম্ভবত ২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দাঁড় করাতে পারে।

ওয়াশিংটনভিত্তিক অলাভজনক থিংক ট্যাংক হাডসন ইনস্টিটিউটে চাকরি নিয়েছেন পম্পেও। এখানে তিনি নীতিগত আলোচনায় জড়িত হওয়ার এবং রিপাবলিকান পার্টির প্রধান দাতাদের ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পাবেন। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। খবর নিউইয়র্ক পোস্টের

এক বিবৃতিতে পম্পেও বলেন, আমি হাডসন ইনস্টিটিউটে যোগদান করে বিশ্বব্যাপী আমেরিকান নেতৃত্ব প্রচারে অবদান রাখার জন্য উন্মুখ।

হাডসন ইনস্টিটিউট কনজারভেটিভদের মধ্যে জনপ্রিয়, তারা এটিকে নীতি প্রস্তাবের প্ল্যাটফর্ম হিসাবে দেখেন।

হাডসনের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সারাহ মে স্টারেন বলেন, 'পম্পেওর জনসেবার অনুকরণীয় রেকর্ড রয়েছে। তিনি আমাদের মিশনের মূল বিষয়গুলোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এটি সহযোগিতার এক উত্তেজনাপূর্ণ সুযোগ তৈরি করেছে।'

প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথের পরের দিন ২১ জানুয়ারি পম্পেও একটি টুইট করেন। টুইটে লেখা ছিল ‘১৩৮৪ দিন’। এটি আসলে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগ পর্যন্ত দিনগুলোর হিসাব। তার অর্থ, আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থিতার লক্ষ্য নিয়েই হাডসনে যোগ দিয়েছেন পম্পেও।

ঢাকা টাইমস/২৭জানুয়ারি/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :