সাকিব-তামিম-মাশরাফি পাচ্ছেন সেরা করদাতার পুরস্কার

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২১, ১৪:১২ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২১, ১৪:১৫

খেলা ডেস্ক, ঢাকাটাইমস

 

প্রতি বছরের মতো এবারো সেরা করদাতাদের নাম প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এবারের তালিকায় মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম জায়গা পেয়েছে। প্রকাশিত সেরা করদাতার তালিকায় রয়েছে বাংলাদেশ দলের তিন অভিজ্ঞ ক্রিকেটারের নাম। এরা হলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মাশরাফি বিন মর্তুজা।

ক্রিকেটারদের মধ্যে কর অঞ্চল ৭-এর সাকিব আল হাসান এবং কর অঞ্চল ১-এর তামিম ইকবাল ও মাশরাফি বিন মর্তুজা নির্বাচিত হয়েছেন। খেলোয়াড় ক্যাটাগরিতে সেরা করদাতা নির্বাচিত এই তিনজন পাচ্ছেন ট্যাক্স কার্ড।

তিনজনের মধ্যে সর্বোচ্চ করদাতা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্বিতীয় সর্বোচ্চ করদাতা উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল এবং তৃতীয় সর্বোচ্চ করদাতা ওয়ানডে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ঢাকাটাইমস/২৭জানুয়ারি/ এমএম