করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন কমলা হ্যারিস

আন্তর্জাতিক ডেস্ক
 | প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২১, ১৪:৩০

করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নেয়ার ২৭ দিন পর দ্বিতীয় ডোজ নিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তার টিকা গ্রহণ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছে। সাধারণ মানুষকে এই পদ্ধতি বিশ্বাস করার অনুরোধ জানিয়েছেন তিনি।

মঙ্গলবার ওয়াশিংটনের নিকটবর্তী ন্যাশনাল হেলথ ইনস্টিটিউটে মোডার্নার টিকা গ্রহণ করেছে কমলা। এরপর তিনি বলেন, ‘পালা এলে সবাইকে টিকা গ্রহণের অনুরোধ করছি। এটি আপনাদের জীবন বাঁচাবে।’ খবর রয়টার্সের

এর আগে গত ২৯ ডিসেম্বর করোনার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন কমলা। গত সপ্তাহ থেকে দেশটিতে গণহারে টিকাদান শুরু হয়েছে। প্রতিদিন এক মিলিয়নের বেশি ডোজ প্রয়োগ করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন যে, তার প্রশাসনের লক্ষ্য ১০০ দিনে ১০০ মিলিয়ন আমেরিকানকে টিকা দেয়া।

করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেনও। এছাড়াও বিল ক্লিন্টন, জর্জ বুশ ও বারাক ওবামা-এরা প্রত্যেকেই জানিয়েছেন করোনার টিকা নিতে তাদের কোনো আপত্তি নেই।

ঢাকা টাইমস/২৭জানুয়ারি/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :