হাতিরঝিলে দর্শনার্থীদের উত্ত্যক্ত, আটক ১৬ কিশোর

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২১, ১৫:৪২ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২১, ১৫:৫৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর হাতিরঝিল এলাকায় ছুটির দিনে ঘুরতে আসা সাধারণ মানুষকে হয়রানি ও বিরক্ত করার অভিযোগে ১৬ কিশোরকে আটক করেছে পুলিশ।

বুধবার বিকালে পুলিশ সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সহকারী পুলিশ মহাপরিদর্শক (মি‌ডিয়া) মো. সো‌হেল রানা।

তিনি জানান, পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগ পরিচালিত ফেসবুক পেইজে এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালায় হাতিরঝিল থানা পুলিশ।

মঙ্গলবার রাতে পরিচালিত ওই অভিযানে আটক করা হয় ১৬ কিশোরকে। পরে, প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে কোনো মামলা মূলতবি না পাওয়ায় তাদেরকে পিতা-মাতার জিম্মায় দেয়া হয়। 

তিনি আরও জানান, হাতিরঝিলে অবসর কাটাতে আসা মানুষের বিনোদনকালীন সময় স্বস্তিদায়ক করার জন্য আজ থেকে পুলিশের পোশাকে ও সাদা পোশাকে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। এছাড়া, হাতিরঝিল থানার টহল টিমও দায়িত্ব পালন করবে। এর ফলে এখানে বেড়াতে আসা মানুষের অবসর উদযাপন আরও নিরাপদ হবে।

ঢাকাটাইমস/২৭জানুয়ারি/ইএস