ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ে চারে মিরাজ, মোস্তাফিজ আটে

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ১৬:১৬ | প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২১, ১৬:১২

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(আইসিসি) আজ নতুন করে ক্রিকেটারদের র‌্যাঙ্কিং হালনাগাদ করে একটি তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় ওয়ানডে বোলিংয়ে র‌্যাঙ্কিংয়ে এক লাফে চার নম্বরে উঠে এসেছেন টাইগার স্পিনার মেহেদি হাসান মিরাজ। এছাড়া কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান উঠে এসেছেন আট নম্বরে।

সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে নাকানি-চুবানি খেয়েছে সফররত ওয়েস্ট ইন্ডিজ দল। তিনটি ওয়ানডে ম্যাচ হেরে হোয়াইটওয়াশ হয়েছে তারা। এই সিরিজে বল হাতে ভয়ঙ্কর রূপ ধারণ করেন টাইগার বোলাররা। মিরাজ-মোস্তাফিজ-সাকিবদের দুর্দান্ত বোলিংয়ের প্রতিদান দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

বোলিং র‍্যাঙ্কিংয়ের ১৩ নম্বরে থেকে সিরিজটি শুরু করেছিলেন ডানহাতি অফস্পিনার মেহেদি হাসান মিরাজ। তিন ম্যাচে ৭ উইকেট নেয়ার সুবাদে তিনি এগিয়েছেন ৯ ধাপ। বর্তমানে অবস্থান করছেন ক্যারিয়ার সেরা ৪ নম্বরে।

মিরাজ ছাড়াও র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মোস্তাফিজুর রহমানের। সেরা দশে ঢুকেছেন তিনিও। ৬৫৮ রেটিং পয়েন্ট নিয়ে আট নম্বরে আছেন কাটার মাস্টার। ৬১০ রেটিং নিয়ে আগে ছিলেন ১৯ নম্বরে। এক সিরিজে ১১ ধাপ উন্নতি হয়েছে এই তারকা বোলারের।

এ ছাড়া প্রত্যাবর্তনের সিরিজে দারুণ উন্নতি হয়েছে সাকিব আল হাসানের। ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচে ছয় উইকেট নিয়ে ১৫ ধাপ এগিয়েছেন তিনি। বর্তমানে তাঁর অবস্থান ১৩ নম্বরে।

তবে শুধু বোলিং র‍্যাঙ্কিং নয়, ব্যাটিংয়েও উন্নতি হয়েছে টাইগারদের। বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল এক ধাপ এগিয়ে এখন ২২ নম্বরে অবস্থান করছেন। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ পাঁচ এগিয়ে ৪৯ ও মুশফিকুর রহীম এক ধাপ এগিয়ে বর্তমানে অবস্থান করছেন ১৫ নম্বরে।

ঢাকাটাইমস/২৭জানুয়ারি/ এমএম

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :