ভোলায় কাউন্সিলর প্রার্থীর উপর হামলা, আহত ৮

ভোলা প্রতিনিধি,ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২১, ১৬:২৬

আসন্ন ভোলা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলর প্রার্থীর উপর হামলার অভিযোগ ওঠেছে। পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অবিনাষ নন্দী সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন। হামলায় প্রার্থীসহ তার সাত সমর্থক আহত হয়েছে বলেও জানান তিনি।

বুধবার দুপুর ১টার দিকে ভোলা শহরের কুইন আইসল্যান্ড কিচেন নামে একটি হোটেলে এ সংবাদ সম্মেলন হয়।

এসময় লিখিত বক্তব্যে অবিনাষ নন্দী জানান, আসন্ন ভোলা পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় করি। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে পৌরসভার ইলিশা বাসস্ট্যান্ড ভদ্রের পোল এলাকায় আমার পক্ষের ১৫-২০ জন সমর্থক নিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করি। এসময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনজুর আলম ও তার বড় ভাই বিএনপি নেতা রাইসুল আলম, ইয়ারুল আলম লিটন, মাইনুল আলমসহ ২৫-৩০ জন চিহ্নিত সন্ত্রাসী রাম দা, বগি দা, চাইনিজ কুড়াল ও লোহার রড নিয়ে পেছন থেকে হামলা চালায়। এতে অভিনাষ নন্দীসহ তার সমর্থক মোস্তফা চৌধুরী, নোমান, পার্থ নন্দী, সুমন দে, টুটুল, শুভ ও শাওন মারত্মক জখম হয়। এর মধ্যে সুমন, টুটুল, পার্থ ও নোমান গুরুতর আহত হয়ে ভোলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

তিনি বলেন, ‘বিএনপি নেতা রাইসুল আলম ২০০১ সালের সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের এক লোককে নির্যাতন করে হত্যা করে। আজ ঠিক একই কায়দায় আমি ও আমার সমর্থকদের উপর হত্যার উদ্দেশে হামলা চালিয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।’

এছাড়াও এ ঘটনায় ভোলা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

তবে অভিযুক্ত কাউন্সিলর প্রার্থী মনজুর আলম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘অবিনাষ নন্দীর কর্মী মোস্তফা লাঠিসোটা নিয়ে আগে আমার কর্মী ইউসুফের ওপর হামলা করেছে। পরে দুই পক্ষের মধ্যে দুই দফায় সংঘর্ষ হয়। এবং নন্দীর আহতরা বহিরাগত।’

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এনায়েত হোসেন জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

বাড়ি ফেরার পথে লাশ হলেন বৃদ্ধ সুরুজ আলী

জাজিরায় কৃষকদের দুই দিনব্যাপী কন্দাল ফসল চাষের প্রশিক্ষণ সম্পন্ন

কালকিনিতে পুলিশের তাড়া খেয়ে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

বাসর করেই স্বামী পলাতক! শ্বশুরবাড়িতে অবস্থান নববধূর

বগুড়ার তিন উপজেলা নির্বাচনে মনোয়‌নে বৈধতা পে‌লেন ৩৫ জন

মহেশপুর সীমান্তে ৪০টি স্বর্ণের বারসহ দুজন আটক

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের খোঁজ নিলেন ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন

রায় জালিয়াতি: শিবচরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গ্রেপ্তার

কেএনএফ চাইলে সমঝোতার মাধ্যমে স্বাভাবিক অবস্থায় আসতে পারে, বান্দরবানে র‌্যাব ডিজি

শ্রীপুরে খালে ডুবে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

এই বিভাগের সব খবর

শিরোনাম :