ট্যাক্স কার্ড পাচ্ছেন ছয় তারকা

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২১, ১৭:০৪

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের শোবিজ অঙ্গনের ছয় তারকা ২০১৯-২০২০ অর্থবছরে ট্যাক্স কার্ড পাচ্ছেন। তারা হলেন চলচ্চিত্র অভিনেতা শাকিব খান, তাহসান রহমান খান, রাইসুল ইসলাম আসাদ, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, নজরুলসংগীত শিল্পী শাহীন সামাদ এবং ফোক সম্রাজ্ঞী মমতাজ।

গত ২০ জানুয়ারি এই সংক্রান্ত গেজেট প্রস্তুত করে জাতীয় রাজস্ব বোর্ড। গেজেটে জানানো হয়, ২০১৯-২০২০ কর বছরে যোগ্য করদাতা হিসেবে ১৪১ জন ব্যক্তি প্রতিষ্ঠানকে এই সম্মাননা দেবে রাজস্ব বোর্ড।

গায়ক-গায়িকা বিভাগে তাহসান রহমান খান, মমতাজ বেগম ও শাহীন সামাদ ট্যাক্স কার্ড পাচ্ছেন। আর অভিনেতা-অভিনেত্রী বিভাগে ট্যাক্স কার্ড পাচ্ছেন শাকিব খান, বিদ্যা সিনহা মিম ও রাইসুল ইসলাম আসাদ।

সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদী করদাতারা জাতীয় পর্যায়ে ট্যাক্স কার্ড পান। ট্যাক্স কার্ডপ্রাপ্তদের বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা দেয়া হয়। ট্যাক্স কার্ডধারীরা যেকোনো জাতীয় অনুষ্ঠানে আমন্ত্রণ পান। জল, স্থল ও আকাশপথে সরকারি কোটা অনুসারে আসন ও অন্যান্য সুবিধাও পান।

কার্ডধারীরা ও তাদের পরিবারের সদস্যরা চিকিৎসা সুবিধা ও নাগরিক সেবার ক্ষেত্রেও সর্বোচ্চ অগ্রাধিকার পেয়ে থাকেন।

ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এসকেএস/এএইচ