‘গুজব প্রচারকারীরা সবার আগে টিকা নেবেন’

রাশেক রহমান
 | প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২১, ১০:৪১

অনেক গুজব ছড়িয়েছে। কিছু মানুষ, অল্প কিছু মানুষ বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে দোদুল্যমান অবস্থায় থাকতেই পারে। কিন্তু বাস্তবতা হলো, করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারিতে সমগ্র বিশ্ব কুপোকাত। উন্নত দেশগুলোও এই সংকটের কাছে অসহায়।

বিশ্বের ৮০০ কোটি মানুষের জন্য করোনা টিকা প্রয়োজন; কিন্তু সরবরাহ অপ্রতুল। সেখানে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানুষের জন্য করোনা ভাইরাসের টিকা উদ্ভাবনের প্রাথমিক পর্যায়েই অতিদ্রুত সে টিকা আনায়নের ব্যবস্থা করেছেন। আমি চিকিৎসকও নই, বিজ্ঞানীও নই। আমি সাধারণ, অতিসাধারণ একজন বাঙালি, বাংলাদেশের নাগরিক। আমি টিকা বুঝি না, বুঝি টিকা আমার প্রয়োজন। আমি বুঝি আমার নেত্রী শেখ হাসিনা টিকা উদ্ভাবনের সাথে সাথেই অতিদ্রুতায় আমার দেশের মানুষের জন্য টিকার ব্যবস্থা করেছেন। এই টিকা আপনি, আমি, আমরা সবাই নেবো। এমনকি চায়ের স্টলে অথবা ফেসবুকে যারা গুজব ছড়িয়েছে, অথবা বিভিন্ন চক্তান্ততত্ত্ব আউড়িয়েছেন তারাও এই টিকা নেবেন, সবার আগেই নেবেন।

আমার নেত্রী বাংলাদেশের, আমার নেত্রী বাঙালির। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।

(তরুণ আওয়ামী লীগ নেতা রাশেক রহমানের ফেসবুক থেকে)

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/কেআর)

সংবাদটি শেয়ার করুন

ফেসবুক কর্নার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :