পৌরসভার স্টোর রুমে জেলে পুনর্বাসনের চাল

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২১, ১৭:০৬

ভোলার লালমোহন পৌরসভার স্টোর রুম থেকে জেলে ২০ বস্তা পুনর্বাসনের চাল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান এ চাল উদ্ধার করেন।

এ ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।তাদের আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদে পৌরসভার স্টোর রুম থেকে মজুদ করা জেলে পুনর্বাসনের ২০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। যদিও পৌর কর্তৃপক্ষ দায় স্বীকার করে বলছে, এসব চাল ২০ জন জেলের। তারা নির্ধারিত সময়ে চাল নিতে আসেনি, তাই বিতরণ সম্ভব হয়নি।

তিনি বলেন, ‘চাল বিতরণ না হলে তা ফেরত দেয়ার নিয়ম থাকলেও তারা ফেরত না দিয়ে অবৈধভাবে চালগুলো মজুদ করে রেখেছে। এটা অপরাধ। তাই ওই চালগুলো উদ্ধার করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :