পুষ্টিসমৃদ্ধ খাবার উৎপাদনে দিনাজপুরে কর্মশালা

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর
 | প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২১, ১২:৫২

দিনাজপুরে পুষ্টি সমৃদ্ধ খাবার উৎপাদন, বিপণন এবং খাদ্য গ্রহণের বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান সিনজেন্টার আয়োজনে এবং ইএসডিওর উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সিনজেন্টার কান্ট্রি ডিরেক্টর ফরহাদ জামিলের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম।

কর্মশালায় মতামত ব্যক্ত করেন- দিনাজপুর জেলা সিভিল সার্জন আব্দুল কুদ্দুস, প্রতিষ্ঠানটির পরামর্শক হামিদুল হক খান, দিনাজপুরে প্রকল্প বাস্তবায়নে দ্বায়িত্বপ্রাপ্ত বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিওর নির্বাহী পরিচালক শহীদ উজ্জামান, পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা।

এছাড়াও কর্মশালায় অংশ নেন- সরকারি-বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি,সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :