সূচক ও লেনদেনে নেতিবাচক সপ্তাহ

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২১, ১৭:৩৮

নতুন বছরের প্রথম দুই সপ্তাহ সূচকের পাশাপাশি মূলধনের উত্থান হলেও শেষ দুই সপ্তাহে দেশের উভয় পুঁজিবাজারের মূলধন কমেছে। শেষ সপ্তাহে উভয় স্টক এক্সচেঞ্জেই কমেছে সব সূচক, লেনদেন এবং বেশির ভাগ কোম্পানির শেয়ার দর। একই সঙ্গে কমেছে বাজার মূলধন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সাপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বাজার মূলধন ছিল ৪ লাখ ৯২ হাজার ২৮৯ কোটি ৫ লাখ ২০ হাজার টাকায়। সপ্তাহ শেষে ৮ হাজার ২৭৬ কোটি ৩৫ লাখ ৫৬ হাজার টাকা বাজার মূলধন কমে অবস্থান করছে ৪ লাখ ৮৪ হাজার ১২ কোটি ৬৯ লাখ ৬৪ হাজার টাকায়।

অপর দিকে, দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বাজার মূলধন ছিল ৪ লাখ ১৫ হাজার ৫৭৭ কোটি ১৪ লাখ টাকায়। সপ্তাহ শেষে ৩ হাজার ৬৮০ কোটি ৭৫ লাখ ৩০ হাজার টাকা বাজার মূলধন কমে অবস্থান করছে ৪ লাখ ১১ হাজার ৮৯৬ কোটি ৩৮ লাখ টাকায়।

অর্থাৎ দেশের উভয় পুঁজিবাজার সপ্তাহের ব্যবধানে মূলধন হারিয়েছে ১২ হাজার ৬৬ কোটি টাকা।

গত সপ্তাহে পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৬ হাজার ১৬ কোটি ২৯ লাখ ৬৩ হাজার ৬০৫ টাকার, যা আগের সপ্তাহের চেয়ে এক হাজার ৮০৮ কোটি ৫৭ লাখ ৭৮ হাজার ৪৮৮ টাকা বা ২৩.১১ শতাংশ কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭ হাজার ৮২৪ কোটি ৮৭ লাখ ৪২ হাজার ৪৪৯ টাকার।

ডিএসইতে গত সপ্তাহে গড় লেনদেন হয়েছে ১ হাজার ২০৩ কোটি ২৫ লাখ ৯২ হাজার ৭২১ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ১ হাজার ৫৬৪ কোটি ৯৭ লাখ ৪৮ হাজার ৪৯০ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন কমেছে ৩০০ কোটি টাকার বেশি।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১১ পয়েন্ট বা ১.৯২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭২৪ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১৪ পয়েন্ট বা ১.১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৮০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট বা ০.৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯১ পয়েন্টে।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া মোট ৩৬৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫১টির বা ১৪ শতাংশের, কমেছে ২৫৫টির বা ৭০ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির বা ১৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৬৬ কোটি ৫০ লাখ ৮৪ হাজার ৬৮৭ টাকার। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪৫৩ কোটি ৯০ লাখ ৬৭ হাজার ৬৯২ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ১৮৭ কোটি ৩৯ লাখ ৮৩ হাজার পাঁচ টাকা কমেছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৪৫ পয়েন্ট বা ২.০৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৭৫ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ২০৬ পয়েন্ট বা দুই শতাংশ, সিএসই-৩০ সূচক ১৯৬ পয়েন্ট বা ১.৪৬ শতাংশ, সিএসই-৫০ সূচক ১৭ পয়েন্ট বা ১.৩৫ শতাংশ এবং সিএসআই ৩৯ পয়েন্ট বা ৩.৬৮ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১০ হাজার ৬৫ পয়েন্টে, ১৩ হাজার ২০৮ পয়েন্টে, এক হাজার ২৭৫ পয়েন্টে এবং এক হাজার ৪১ পয়েন্টে দাঁড়িয়েছে।

সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৪৬টির বা ১৫ শতাংশের, দর কমেছে ২০৬টির বা ৬৭ শতাংশের এবং দর অপরিবর্তিতর রয়েছে ৫১টির বা ১৬ শতাংশের।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এসআই/মোআ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

অধ্যাপক খলীলী ব্যাংক এশিয়ার বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত

স্বর্ণের দাম কমল ভরিতে ৩ হাজার ১৩৮ টাকা

জনতা ব্যাংকের ম‌্যানেজার্স ইন্ডাকশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে স্থানান্তরিত হলো ন্যাশনাল ব্যাংক ডিজাস্টার রিকভারি সাইট

ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন

টেকসই প্রবৃদ্ধি অর্জন করছে ওয়ালটন, মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা

মিনিস্টারের শতকোটি টাকার ঈদ উপহার জিতে আনন্দিত ক্রেতারা 

সোশ্যাল ইসলামী ব্যাংকের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

জনতা ব্যাংকের অফিসারদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

একঝাঁক তরুণকে নিয়ে বেসিস নির্বাচনে সোহেলের টিম স্মার্ট

এই বিভাগের সব খবর

শিরোনাম :