সাপ্তাহিক গেইনারের শীর্ষে বীকন ফার্মা

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২১, ১৮:০৮

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার দর বেড়েছে বীকন ফার্মাসিটিক্যালস লিমিটেডের।

ডিএসই সূত্রে জানা গেছে, বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরু আগে বীকন ফার্মাসিটিক্যালস লিমিটেডের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭০ টাকা। আর সপ্তাহে শেষ কার্যদিবস লেনদেন শেষে ক্লোজিং দর দাঁড়ায় ৮০.৩০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১০.৩০ টাকা বা ১৪.৭১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে বীকন ফার্মাসিটিক্যালস লিমিটেড ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় শীর্ষ স্থান দখল করে। সপ্তাহ জুড়ে কোম্পানিটি মোট লেনদেন করে ২১ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকার।যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৩২ লাখ ৯৬ হাজার টাকা।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে দ্বিতীয় স্থানে উঠে আসে রিপাবলিক ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৪.২০ শতাংশ। এর মাধ্যমে রিপাবলিক ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় শীর্ষ দ্বিতীয় স্থান দখল করে। সপ্তাহজুড়ে কোম্পানিটি মোট লেনদেন ৬৫ কোটি ৪৬ লাখ ৬২ হাজার টাকার।যা গড়ে প্রতিদিন ১৩ কোটি নয় লাখ ৩২ হাজার টাকা।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে তৃতীয় স্থানে উঠে আসে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেড। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১২.৫০ শতাংশ । এর মাধ্যমে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেড ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় শীর্ষ তৃতীয় স্থান দখল করে। সপ্তাহ জুড়ে কোম্পানিটি মোট লেনদেন হয়েছে ১৭৭ কোটি ৫৭ লাখ ১৪ হাজার টাকার।যা গড়ে প্রতিদিন ৩৫ কোটি ৫১ লাখ ৪২ হাজার টাকা।

ডিএসইতে সপ্তাহিক গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে অগ্রণী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ১১.৩৮ শতাংশ, আমান ফিড লিমিটেডের ৮.০৭ শতাংশ, ইউনাইটেড পাওয়ার এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ৫.৯৭ শতাংশ, মেট্রো স্পিনিং লিমিটেডের ৫.৬৮ শতাংশ, ইস্টার্ণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫.০৯ শতাংশ বেঙ্গলিউইন্ডসোর থার্মোপ্লাস্টিকস লিমিটেডের ৪.৫৫ শতাংশ এবং প্রাইম ইসলামি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর ৩.৮৬ শতাংশ বেড়েছে।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এসআই)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :