মুন্সিগঞ্জে পৌর নির্বাচনে ভোটারদের সরব উপস্থিতি

মুন্সিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২১, ১৫:২৭

ভোটারদের সরব উপস্থিতিতে মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে পৌরসভার ২৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে দেখা যায় নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন। শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করছেন তারা।

এ পৌরসভা নির্বাচনে পাঁচজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এছাড়া সাধারণ ও সংরক্ষিত মহিলা আসনে মোট ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এদিকে নির্বাচন শান্তিপূর্ণ করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পৌরসভা ২৫টি কেন্দ্রের মধ্যে আটটি সাধারণ কেন্দ্রে ১৩ জন পুলিশ ও আনসার সদস্য এবং ১৭টি গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৫ জন পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। তাছাড়া নয়টি মোবাইল টিম, নয়জনের সমন্বয়ে তিনটি স্ট্রাইকিং ফোর্স, ডিবির দুইটি মোবাইল টিম ছাড়াও ২০ পুলিশ সদস্যের স্ট্যান্ডবাই টিম থাকবে। এছাড়া, ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাঁচটি বিজিবি টিম ও তিনটি র‌্যাব টিম স্ট্রাইকিং কাজ করছে।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :