ঢাকা মহানগর উত্তর আ.লীগ নেতা বাপ্পির কম্বল বিতরণ

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২১, ১৬:১৯

গরিব-দুঃখীদের মাঝে কম্বল বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। শনিবার দুপুর ১২টায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আওতাধীন ৯৪ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত মিরপুরের সেনপাড়া পার্বত্য এলাকাযরওয়াই এম সি এ স্কুলে এসব কম্বল বিতরণ করা হয়।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পির আয়োজনে বিতরণকোলে সহযোগিতা করেছে ৯৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, ‘আওয়ামী লীগ সব সময় জনগণের কল্যাণের কথা চিন্তা করে। যেকোন দুর্যোগে মানুষের পাশে আওয়ামী লীগই থাকে। আজকের কম্বল বিতরণ আয়োজকদের ধন্যবাদ জানাই।’

বিশেষ অতিথি ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি বলেন, ‘আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে এই মহামারী করোনাভাইরাসের মধ্যে আমরা কৃষকের ধান কেটে দিয়েছি,বাড়ি বাড়ি খাদ্য পাঠিয়েছি, সব সময় অসহায় মানুষের পাশে আছি এবং আগামীতে থাকব।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, ‘সমাজে যারা বিত্তবান আছেন, তাদের প্রত্যেকের উচিত এসব মানুষের পাশে দাঁড়ানো।’

প্রলয় সমদ্দার বাপ্পি বলেন, ‘ক্ষমতায় নয় সেবার দায়িত্বে বিশ্বাস করে আওয়ামী লীগ,কথায় নয় কাজে বিশ্বাসী,আমি সবসময় গরিব দুঃখী মানুষের কল্যাণে কাজ করতে থাকতে চাই। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে চাই। সবাইকে ধন্যবাদ জানাই।’

অনুষ্ঠানে আরও ছিলেন- ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজু আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজমুল আলম জুয়েল, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক এমএ,হামিদ,সহদপ্তর সম্পাদক আব্দুল আউয়াল শেখ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য হিমাংশু কিশোর দত্ত, আতাউর রহমান খান বোরহান, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য দিপিকা রানী সমদ্দার, ৯৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম আখের ও সদস্য রফিকুল ইসলামসহ আরো অনেকে।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

সীমান্তে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

ট্রেনে ঈদযাত্রা: পঞ্চম দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :