দ্বিতীয়বারের মতো মৌলভীবাজারের মেয়র হলেন ফজলুর রহমান

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২১, ২০:১৫

মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. ফজলুর রহমান দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৩ হাজার ৬৯৭ ভোট। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী (ধানের শীষ) অলিউর রহমান পেয়েছেন তিনি হাজার ৭৩০ ভোট। যদিও তিনি একদিন আগেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। কেন্দ্রগুলোতে ভোটারদের ভালো উপস্থিতি লক্ষ্য করা গেছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মো. মামুনুর রশীদ নৌকার প্রার্থী বিজয়ী হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এই নির্বাচনে সাধারণ কাউন্সিলর ২৭ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জনসহ মোট ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

মৌলভীবাজার পৌর নির্বাচনে মোট ভোটার ৪৩ হাজার ৪৪৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২২ হাজার ৭৫০ জন, নারী ভোটার ২০ হাজার ৬৯৬ জন।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :