লালবাগে যুবলীগের শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২১, ২০:৪৩

অসচ্ছল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। শীতবস্ত্রের পাশাপাশি করোনাভাইরাস মহামারি থেকে সুরক্ষিত রাখতে এসব মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছে সংগঠনটি।

শনিবার বিকালে রাজধানীর লালবাগ কেল্লার পাশে এই মাস্ক ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানার সভাপতিত্বে দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে যুবলীগ যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন।'

তিনি এ আয়োজনের কারণে আয়োজনের তত্ত্বাবধানকারী দক্ষিণ যুবলীগের সহসভাপতি ও ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার ইকবাল সান্টুকে ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে মাইনুদ্দিন রানা বলেন, 'যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে আমরা ঢাকা দক্ষিণ যুবলীগ অসহায় মানুষের পাশে আছি সবসময়।'

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি আবদুস সাত্তার মাসুদ, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, আইন সম্পাদক জগলুল করিম, ২নং ওয়ার্ড কাউন্সিল আনিসুর রহমান, ২৩ নং ওয়ার্ড কাউন্সিল মকবুল হোসেন, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সহসভাপতি সরোয়ার হোসেন মনা, নাজমুল হোসেন টুটুল, মাহাবুবুর রহমান পলাশ, মুরসালিন আহমেদ, যুগ্ম সম্পাদক জাফর আহমেদ রানা, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, মাকসুদুর রহমান, প্রচার সম্পাদক আরমান হক বাবু, স্বাস্থ্য সম্পাদক সৈয়দ মার্শিদ শুভ, উপ প্রচার সম্পাদক সুজাউদ্দিন আহমেদ হারুন, উপ দপ্তর সম্পাদক খন্দকার আরিফুজ্জামান, সহ সম্পাদক জাহাঙ্গীর আলম মোল্লা, হাবিবুর রহমান পারভেজ, সদস্য এমআর মিঠু,সদস্য এআর বাচ্চুসহ দক্ষিণ যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/কারই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

​​​​​​​যাত্রীদের নিরাপত্তায় কমলাপুর স্টেশনে র‍্যাবের নিয়ন্ত্রণ কক্ষ

ছুটির দিনে রাজধানীর বিপণি কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড়

বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

পাঁচ বছরেও শেষ হয়নি বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের বিচার

এক হাতে ইফতারের পানির বোতল, আরেক হাতে যান চলাচলের ইশারা ডিসির

এলিফ্যান্ট রোডে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে ছুরিকাঘাতে রিকশাচালকের আত্মহত্যা

রাজধানীর ধোলাইপাড়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীর ‘আত্মহত্যা’

বুধবার থেকে এক ঘণ্টা বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

এই বিভাগের সব খবর

শিরোনাম :