রাজধানীতে ভবন থেকে পড়ে প্রাণ গেল দুই শ্রমিকের

প্রকাশ | ৩১ জানুয়ারি ২০২১, ০৯:৪১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বহুতল ভবন থেকে পড়ে রাজধানীর বনশ্রী ও হাজারীবাগে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এরা হলেন, রাকিব (২৪) ও মো. শাহজালাল (৩৫)। 

খিলগাঁও থানা পুলিশ জানিয়েছে, শনিবার সকাল ৯টার দিকে বনশ্রী সি ব্লকে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাকিব আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

রাকিবের সহকর্মী শরিফুল জানান, রাকিব দেড় মাস ধরে ওই ভবনে রাজমিস্ত্রি হিসাবে কাজ করছিলেন। সকালে ১৪তলা ভবনটির ১৩তলায় মোটর দিয়ে পানি দিচ্ছিলেন। হঠাৎ নিচে পড়ে যান। 

রাকিবের বাড়ি নওগাঁর সাপাহার উপজেলায়। তার বাবা মৃত সোলাইমান। 

অন্যদিকে হাজারীবাগ থেকে শাহজালালকে উদ্ধারকারী সহকর্মী মো. ফয়েজ জানান, শনিবার বিকালে শাহজালাল বৌবাজার রানা বেকারির গলির সামনে একটি নয়তলা ভবনের তৃতীয়তলায় দাঁড়িয়ে পাইপ ফিটিংয়ের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত ওপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাকে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/কেআর)