হেফাজত আমির বাবুনগরী অসুস্থ হয়ে হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ১৬:৩৬ | প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২১, ১৬:১৯

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির এবং হাটহাজারী মাদ্রাসার প্রবীণ মুহাদ্দিস আল্লামা জুনাইদ আহমদ বাবুনগরী অসুস্থ হয়ে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন।

বাবুনগরীর ব্যক্তিগত সহকারী এনামুল হাসান ফারুকী জানান, বুধবার রাতে বাবুনগরীর জ্বর আসে। সঙ্গে বমিও হয়। এতে শারীরিক দুর্বলতা বেড়ে যাওয়ায় শনিবার রাত সাড়ে আটটার দিকে চট্টগ্রাম নগরীর বেসরকারি সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়।

ব্যক্তিগত সহকারী জানান, বাবুনগরীকে চিকিৎসকেরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন। রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেবেন। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

বাবুনগরীর বয়স ৬৭ বছর। তিনি ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছেন।

গত বছরের সেপ্টেম্বরে আল্লামা শফী মারা যাওয়ার পর হেফাজতে ইসলামের আমির নির্বাচিত হন জুনাইদ বাবুনগরী। তিনি ২০১০ সাল থেকে আলোচিত এই সংগঠনটির মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের অবরোধ কর্মসূচিকে ঘিরে সংঘটিত ঘটনায় দায়ের করা মামলায় কিছুদিন কারাভোগ করেন বাবুনগরী।

(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

ইসলাম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :