সত্য-নিরপেক্ষ সংবাদ প্রকাশের আহ্বান সাংসদ বাবুর

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২১, ১৯:০৭

নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু সাংবাদিকদের পজিটিভ সংবাদ তুলে ধরতে আহ্বান জানিয়েছেন। সাংবাদিকরা যেন সমাজের বাস্তব চিত্র তুলে ধরেন। যারা সত্যের পথে থাকেন, তাদের কখনো কেউ আটকে রাখতে পারে না। হয়তো সাময়িক সমস্যা হতে পারে, তবে তা কখনোই সত্যকে আটকে রাখতে পারে না। কারণ সত্যের জয় সবসময়ই হয়। তিনি গণমাধ্যমের সবাইকে সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের জন্য অনুরোধ করেন।

শনিবার বিকালে স্থানীয় সাপ্তাহিক আমাদের আড়াইহাজার পত্রিকার ৮ম বর্ষে পর্দাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাটে ফেরিতে এ অনুষ্ঠানটি হয়।

এতে পত্রিকার সম্পাদক ও আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার, আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেন, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুইয়া, আড়াইহাজার পৌর মেয়র সুন্দর আলী, দুপ্তারা ইউপি চেয়ারম্যান সাহিদা মোশাররফ, কালাপাহাড়িয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন, ৩৮ তম বিসিএস-এর প্রথম হওয়া রুহুল আমিন শরীফ, দৈনিক সমকালের সাব এডিটর জাকির হোসেন ইমন, বাংলাদেশ প্রতিদিনির সাব-এডিটর সা মাছিহ রানা, দৈনিক ইত্তেফাকের সাব-এডিটর আবু কাউছর খোকন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবর রহমান, ডিবিসি ও যুগান্তরের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি রাজু আহমেদ, দিনকালের স্টাফ রিপোর্টার এমআর কামাল হোসেন, মানব জমিনের স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন, দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি শরীফ সুমন, দৈনিক বর্তমানের জেলা প্রতিনিধি জাবেদ আহমেদ জুয়েল, ডেইলি বাংলাদেশের জেলা প্রতিনিধি মামুন হোসেন, দৈনিক যায়যায় দিনের শাহাদাত হোসেন, দ্য ডেইলি স্টারের জেলা প্রতিনিধি সনদ সাহা সানি, বাংলানিউজের জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান পারভেজ, কলেজ শিক্ষক সমিতির সভাপতি শাখাওয়াত হোসেন বুলবুল, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন সরকার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি লোকমান হোসেন, সাংবাদিক ইমাম হাসান ইমা, শাহজাহান কবির, হাবিবুর রহমান হাবিব, শাহজাহান সিরাজ, মনির হোসেন, জিয়াউর রহমান, শহিদুল ইসলাম সবুজ, জাইদুল ইসলাম, কামরুল ইসলাম , শিক্ষাবিদ হাবিবুল্লাহ মুহাম্মদ কুতুব উদ্দিন, ইউনাইটেড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, গোপালদী ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ আব্দুল্লাহ, শিক্ষক নেতা রাশেল মিয়া, মোশাররফ মাতুব্বর ও কবি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :