সিরাজগঞ্জে হচ্ছে ফোর লেন সড়ক: ক্ষতি পূরণের দাবি ভুক্তভোগীদের

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
 | প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২১, ১৯:৩৮

সিরাজগঞ্জের ফোর লেন রাস্তার দুই পাশের ব্যবসায়ী ও বসবাসকারী ক্ষতিগ্রস্তদের ক্ষতি পূরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগীরা। রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, অনতিবিলম্বে ক্ষতিগ্রস্তদের ক্ষতি পূরণের মাধ্যমে পুনর্বাসন করতে হবে। সরকারি কাজে গাফিলতি এবং দুর্নীতি থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। দ্রুত প্রকল্পের কাজ শেষ করে সরকারের অর্থ ও সুনাম রক্ষা করতে হবে।

পরে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামানিকের নিকট স্মারকলিপি দেন ভুক্তভোগীরা।

এসময় উপস্থিত ছিলেন- ফজলে রাব্বী খসরু, ইব্রাহীম আলী সেখ, তৌহিদুর ইসলাম দোলন, ডা. মনিরুল ইসলাম মুকুল প্রমুখ।

(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :