বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা, আটক ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ২৩:৫১ | প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২১, ২৩:৫০
প্রতীকী ছবি

এবার রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠেছে। নিহত ওই তরুণী বেসরকারি ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা করেছেন। পুলিশ ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তিনজনকে আটক করেছে। তারা সবাই ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

সূত্রে জানা গেছে, তরুণীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ এনে রবিবার রাতে মোহাম্মদপুর থানায় এই মামলা দায়ের করেন তার বাবা।

সূত্র আরও জানায়, শুক্রবার (২৯ জানুয়ারি) ওই তরুণী এক যুবকের সঙ্গে রেস্টুরেন্টে গিয়ে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে তরুণীটি অসুস্থ হয়ে পড়লে তাকে মোহাম্মদপুর থানা এলাকায় একটি বাসায় নিয়ে আসেন ওই যুবক। ভিকটিমের অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকলে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তরুণীর মৃত্যু হয়।

মামলার এজাহারে বলা হয়, তরুণী অসুস্থ হয়ে পড়লে একটি বাসায় নিয়ে গিয়ে আবারো ধর্ষণ করা হয়। তখন বেশি অসুস্থ হয়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। এটাকে ধর্ষণ ও হত্যাকাণ্ড হিসেবে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ ঢাকা টাইমসকে জানিয়েছেন, এই ঘটনায় মামলার পর এখন পর্যন্ত অভিযুক্ত যুবকসহ আরও দুজনকে আটক করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে রাজধানীর কলাবাগান থানা এলাকায় একটি বাসায় ডেকে নিয়ে রাজধানীর একটি নামকরা ইংরেজি মাধ্যম স্কুলের ‘ও’ লেভেলের এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে। সেই ঘটনাটি দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে।

(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/এসএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

ট্রেনে ঈদযাত্রা: ৮ এপ্রিলের টিকিট বিক্রি শুরু

ঢাকায় কর দিয়ে ২৬৮০ বিয়ে 

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

এই বিভাগের সব খবর

শিরোনাম :