তীব্র শীতে দুর্ভোগে চলনবিলের মানুষ

শায়লা পারভীন,তাড়াশ (সিরাজগঞ্জ)
| আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৪৮ | প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৪৫

তীব্র শীতে সিরাজগঞ্জের চলনবিল এলাকার মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র শীতের কারণে গরিব ও শ্রমজীবী মানুষ শীত উপেক্ষা করে কাজ করতে পারছেনা। এছাড়া ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।

এদিকে, শীত নিবারণের জন্য নিম্ন আয়ের লোকজন ফুটপাতের পোশাকের দোকানে ভিড় করছে।

ট্রাকচালক কলিম উদ্দিন জানান, ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে মানুষ সহজে রাস্তায় বের হচ্ছেন না। কুয়াশার জন্য সড়কে গাড়ি চালাতে অসুবিধা হয়, একটু অসতর্কতার কারণে দুর্ঘটনাও ঘটতে পারে। এছাড়াও চলনবিলের হাটিকুমরুল-বনপাড়া মাহাসড়কে কুয়াশার কারণে তীব্র যানজটে নাকাল পথচারীরা।

তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামাল মিঞা শোভন জানান, চলমান শীতের কারণে হাসপাতালে প্রতিদিন গড়ে আন্তঃ ও বহির্বিভাগে ৫০-৬০ জন রোগী চিকিৎসা নিতে আসছেন। তাদের মধ্যে জ্বর,সর্দি-কাশি,নিমুনিয়া,শ্বাসকষ্ট ও ডায়রিয়ার রোগীর সংখ্যাই বেশি।

(ঢাকাটাইমস/২ফেব্রুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :