আনসার আল ইসলামের নারী সদস্যসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০৭

রাজধানীর পল্টন, ভাটারা থানা ও শেরপুর জেলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের এক নারী সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন-আব্দুল ওহাব ওরফে সিরাতুল মুস্তাকিম ওরফে হামজা বিন মুতালিব, বেলাল হোসাইন ওরফে খোরাশানের মুজাহিদ ওরফে খোরাশানের কালো পতাকা বাহিনী, নাজমুল (১৭) ও ঝুমুর খাতুন রোকাইয়া ওরফে হাজ্জাজ বিন মুতালিব।

সোমবার র‌্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গত ২৩ জানুয়ারি র‌্যাবের হাতে গ্রেপ্তার আনসার আল-ইসলামের পাঁচ সদস্যের দেয়া তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা র‌্যাবকে জানিয়েছেন, তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আনসার আল ইসলাম’র সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে ‘আনসার আল ইসলাম’র বিভিন্ন ধরনের ১১টি উগ্রবাদী বই, ২১টি লিফলেট, ১৬৭টি জঙ্গিবাদী কথোপকথনের প্রমাণাদি জব্দ করা হয়।

গ্রেপ্তার ঝুমুর খাতুন রোকাইয়া ওরফে হাজ্জাজ বিন মুতালিব জানিয়েছেন, সে পেশায় একজন ছাত্রী এবং 'আনসার আল ইসলাম’ এর সঙ্গে জড়িত থেকে অন্যান্যদের সঙ্গে গোপন বৈঠকের পাশাপাশি চাঁদা ও নতুন সদস্য সংগ্রহ করে আসছিলেন। এছাড়াও সে গত পাঁচ মাস ধরে পরিবারের সদস্যদের থেকে যোগাযোগ বিচ্ছিন্ন। গ্রেপ্তার আরেক জঙ্গি আব্দুল ওহাবকে বিয়ে করে মধ্যপ্রাচ্যে যাওয়ার পরিকল্পনা করছিলেন বলে জানিয়েছেন তিনি।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নেয়ার পাশাপাশি অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বিজ্ঞপ্তিতে জানায় র‌্যাব।

(ঢাকাটাইমস/০১ফেব্রুয়ারি/এআর/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

পাঁচ বছরেও শেষ হয়নি বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের বিচার

এক হাতে ইফতারের পানির বোতল, আরেক হাতে যান চলাচলের ইশারা ডিসির

এলিফ্যান্ট রোডে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে ছুরিকাঘাতে রিকশাচালকের আত্মহত্যা

রাজধানীর ধোলাইপাড়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীর ‘আত্মহত্যা’

বুধবার থেকে এক ঘণ্টা বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

ঈদকে সামনে রেখে ডিবি-সাংবাদিক পরিচয়ে অপহরণের ফাঁদ

ভবিষ্যৎ নগর উন্নয়নে জাইকা ও ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সঙ্গে রাজউকের সভা

২৭ মার্চ থেকে রাত ৯টার পরও চলবে মেট্রোরেল

এই বিভাগের সব খবর

শিরোনাম :