মাগুরায় হাজার বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪১

মাগুরার শ্রীপুর মাঝাইল মান্দারতলা এলাকায় সোমবার দুপুরে ঢাকা-মাগুরা মহাসড়কে একটি ট্রাকে অভিযান চালিয়ে ১ হাজার ৭ বোতল ফেনসিডিল ও চার কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় অবৈধ মাদকদ্রব্য পরিবহনের দায়ে ট্রাকটি জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মেহেরপুর জেলা সদরের শমিরুল মন্ডল (২৮), চুয়াডাঙ্গা জেলা সদরের আসান (৫০) ও মেহেরপুর জেলা সদরের বারাতি বাজার গ্রামের রিপন আলী (২৫)।

র‌্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ ছুরত আলম বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদে র‌্যাব-৬ এর সিপিসি ৩ যশোর ক্যাম্প ও স্পেশাল কোম্পানি খুলনার বিশেষ যৌথ অভিযানে মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল মান্দারতলা এলাকায় চেক পোস্ট স্থাপন করে। দুপুরে একটি ট্রাক সংকেত দেওয়া স্বত্ত্বেও দ্রুত গতিতে চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করে। পরে ট্রাকটি আটক করে তল্লাশি করা হয়। এসময় ট্রাকটির পেছনের ডালায় ত্রিপল দিয়ে ঢাকা ১ হাজার ৭ বোতল ফেনসিডিল ও প্লাস্টিকের বস্তায় আটটি বান্ডিলে রক্ষিত ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অবৈধ মাদকদ্রব্য পরিবহনের দায়ে ট্রাকটিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

শ্রীপুর থানার ওসি আলী আহম্মেদ মাসুদ জানান, গ্রেপ্তারদের নামে মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/১ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :