দরপতনের শীর্ষে ইস্টার্ন ইন্সুরেন্স

প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০২১, ১৬:২২

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে ইস্টার্ন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, মঙ্গলবার লেনদেন শেষে ইস্টার্ন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর দাঁড়িয়েছে ৯৪ টাকায়। অর্থাৎ একদিনে কোম্পানিটির শেয়ার দর ৭.৪০ টাকা বা ৭.৩০ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইস্টার্ন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ডিএসইর টপ টেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

দিন শেষে কোম্পানিটির ২৮ হাজার ৫৯৫টি শেয়ার লেনদেন হয়, যার মাধ্যমে মোট লেনদেন হয় ২৭ লাখ টাকা।

লুজারের শীর্ষ দশে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে প্রভাতি ই্সেুরেন্স কোম্পানি লিমিটেড। মঙ্গলবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৭৭.৫০ টাকায়। অর্থাৎ একদিনে কোম্পানিটির শেয়ার দর ৪.৩০ টাকা বা ৫.২৬ শতাংশ কমেছে। কোম্পানিটির দিন শেষে এক হাজার ৪৭৪ বার হাত বদলের মাধ্যমে আট লাখ ২২ হাজার ৪০৪টি শেয়ার লেনদেন হয়, যার মাধ্যমে মোট লেনদেন হয় ছয় কোটি ৪৮ লাখ টাকা।

দরপতনে তৃতীয় অবস্থানে উঠে এসেছে সাভার রিফ্যাক্টোরিজ লিমিটেড। মঙ্গলবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ১৫৪.১০ টাকা। অর্থাৎ একদিনে কোম্পানিটির শেয়ার দর ৯.৮০টাকা বা ৫.৯৮ শতাংশ কমেছে। কোম্পানিটির দিন শেষে তিন হাজার ৫১৮টি শেয়ার লেনদেন হয়, যার মাধ্যমে মোট লেনদেন হয় পাঁচ লাখ টাকা।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এশিয়ান ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, শ্যামপুর সুগার মিলস লিমিটেড, প্যারামাউন্ট ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, মার্কেন্টাইল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, নর্দার্ন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, এশিয়া প্যাসিফিক ইন্সুরেন্স কেম্পানি লিমিটেড এবং সি এন্ড এ টেক্সটাইল লিমিটেড।

(ঢাকাটাইমস/০২ফেব্রুয়ারি/এসআই/জেবি)