কম দা‌মি মোটরসাইকেলে অ‌্যা‌ন্টি স্কিড ব্রেকিং সি‌স্টেম

অটোমোবাইল প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ১৭:২৯ | প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ১৩:২৮

কম দা‌মি মোটরসাই‌কে‌লে এবিএস ব্রেকিং সি‌স্টেম দেয়া হয় না। তাই এসব বাইকের ব্রেকিং সি‌স্টেম নি‌য়ে চিন্তা থে‌কেই যায়। বাইকার্স‌দের চিন্তা দূর কর‌তে এগিয়ে এলো বাজাজ। তা‌দের কম দা‌মি বাইক প্লা‌টিনায় অ‌্যা‌ন্টি স্কিড ব্রেকিং সি‌স্টেম দেয়া হ‌য়ে‌ছে।

অত‌্যাধু‌নিক ব্রেকিং সি‌স্টেম ছাড়াও এই বাইক মাইলে‌জে সেরা। মেইন‌টেন‌্যান্স খরচও কম। চালা‌নোও সহজ।

বাজাজ প্লা‌টিনায় র‌য়ে‌ছে ১০২ সি‌সির ইঞ্জিন। এতে চার স্ট্রো‌কের দুই ভাল‌বের এয়ার কুলড ইঞ্জিন দেয়া হ‌য়ে‌ছে।

৭৫০০ আরপিএমে এই ইঞ্জিন ৮,২ শ‌ক্তি উৎপাদন কর‌তে পা‌রে। ৫০০০ আর‌পি এম এ ৮,৬ নিউটন মিটার টর্ক উৎপাদন করে।

চালক ও আরোহী‌কে ঝাঁকু‌নিমুক্ত রাখ‌তে প্লা‌টিনার সাম‌নের চাকায় সংযোজন করা হয়েছে টে‌লি‌স্কো‌পিক ফর্ক। পেছ‌নের চাকায় দেয়া হ‌য়ে‌ছে হাই‌ড্রো‌লিক শক অ‌্যাবসর্ভার।

১০৮ কে‌জি ওজ‌নের বাইক‌টির হুইল‌বেজ ১২৫৫ মি‌লি‌মিটার।

বাইকটির উভয় চাকায় ১৭ সাই‌জের টায়ার রয়েছে। ইলেকট্রিক ‌সি‌স্টেম চালু রাখার জন‌্য ১২ ভো‌ল্টের ব‌্যাটা‌রি দেয়া হয়েছে।

বাজাজের মাই‌লেজ কিং ক‌মিউটার প্লা‌টিনার বর্তমান মূল‌্য ৯৪ হাজার ৯০০ টাকা।

(ঢাকাটাইমস/৩ফেব্রুয়ারি/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :