ক্যান্সার হাসপাতালে ভূমিমন্ত্রীর ৫ কোটি টাকা অনুদান ঘোষণা

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ২০:২৪

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চত্বরে ক্যান্সার হাসপাতাল ও রিসার্স ইনস্টিটিউট নির্মাণের জন্য প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। এ সময় মন্ত্রী এই প্রকল্পের নির্মাণ কাজের জন্য পাঁচ কোটি টাকা অনুদান দেয়ার ঘোষণা করেন।

ভূমিমন্ত্রী বলেন, ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবসে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালের চত্বরে ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট নির্মাণের সিদ্ধান্ত নেয়ায় এই হাসপাতাল ইতিহাস হয়ে থাকবে। করোনাকালীন মা ও শিশু হাসপাতালের অবদান অবিস্মরণীয়। অন্য হাসপাতালের ডাক্তার চাকরি ছেড়ে দিয়েছেন। অপরদিকে মা ও শিশু হাসপাতালের করোনা মোকাবেলায় অগ্রণী ভূমিকা রাখছে।

এই হাসপাতালের জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকেও অর্থিক অনুদানের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন মন্ত্রী।

অনুষ্ঠানে ভূমিমন্ত্রীর হাতে মরহুমা সৈয়দা বেগমের নামে এক লাখ টাকার একটি চেক হস্তান্তর করেছেন ১৫ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক (হাসপাতালের আজীবন সদস্য) এএসএম আজিম উদ্দিন ও ডা. শারমীন শরীফ।

উদ্বোধনী অনুষ্ঠানে শতাধিক দাতা প্রায় ১০ কোটি টাকার অনুদান দিয়েছেন।

(ঢাকাটাইমস/৪ফেব্রুয়ারি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :